রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ১৫

রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো-
[১৫] সামর্থ্য থাকলে উমরা পালন করা
এ মাসে একটি উমরা করলে একটি হাজ্জ আদায়ের সমান সাওয়াব হয়। আবদুল্লাহ ইবনে আববাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«قَالَ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً مَعِي».
‘‘রমাদান মাসে উমরা করা আমার সাথে হাজ্জ আদায় করার সমতুল্য’’ [সহীহ আলবুখারী : ১৮৬৩]।
রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ১৫ রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ১৫ Reviewed by oly on 3:57 PM Rating: 5

No comments:

Powered by Blogger.