রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ২৩

রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো-
[২৩] ফিতরাহ দেয়া
এ মাসে সিয়ামের ত্রুটি-বিচ্যুতি পূরণার্থে ফিতরাহ দেয়া আবশ্যক। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
«أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ».
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায়ের পুর্বে ফিতরাহ আদায় করার আদেশ দিলেন। [সহীহ আল-বুখারী :১৫০৩]
রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ২৩ রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ২৩ Reviewed by oly on 1:56 PM Rating: 5

No comments:

Powered by Blogger.