রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ১৯

রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো-
[১৯] ইফতার করানো
অপরকে ইফতার করানো একটি বিরাট সাওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করা দরকার। কেননা হাদীসে এসেছে,
«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْء. »
‘‘যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সাওয়াব লাভ করবে, তাদের উভয়ের সাওয়াব হতে বিন্দুমাত্র হ্রাস করা হবে না’’ [সুনান ইবন মাজাহ : ১৭৪৬, সহীহ]।
রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ১৯ রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ১৯ Reviewed by oly on 1:50 PM Rating: 5

No comments:

Powered by Blogger.