রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ২৮

রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো-
[২৮] মিসওয়াক করা
মেসওয়াকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশেষ গুরুত্বারোপ করেছেন। হাদীসে এসেছে,
«السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»
অর্থাৎ মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী, এবং রবের সন্তুষ্টি আনয়নকারী। [সহীহ ইবন খুযাইমাহ : ১৩৫] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রেখেও মেসওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়।
রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ২৮ রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল পর্ব ২৮ Reviewed by oly on 8:25 PM Rating: 5

No comments:

Powered by Blogger.